Our Culture

Polli Research’s work culture is built on the principles of creating a positive, inclusive, and welcoming environment for all employees. A dynamic and forward-thinking workplace thrives through the excellent teamwork and mutual collaboration of its passionate team members. Polli Research emphasizes aligning the right talent with the right tasks to maximize efficiency and flexibility. By maintaining a balanced yet productive work environment, the organization ensures optimal employee performance and satisfaction.

Job Openings

Polli Research Consulting is hiring
Number of vacancies: 20
Nature of Job: Part-Time
Position: Enumerator

Position: Enumerator

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) এর গবেষণা প্রতিষ্ঠান Centre for Health Research & Implementation (BADAS-CHRI) এর আওতায় PECAN (Participatory Engagement for City Communities Against NCD Risk in Bangladesh and Nepal) প্রকল্পের মাঠ পর্যায়ের গবেষণা কার্যক্রম পরিচালনার্থে সার্ভে (Survey) কাজের জন্য ডাটা কালেক্টর পদে সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে ফরিদপুর পৌরসভার ১৫ এবং ২১ নং ওয়ার্ডে তথ্য সংগ্রহের কাজে আবেদনপত্র আহবান করা হচ্ছে। BADAS-CHRI হলো বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন ইনস্টিটিউট ফর গ্লোবাল হেল্থ ও ইয়র্ক বিশ্ববিদ্যালয় এর স্বাস্থ্য বিজ্ঞান বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক একটি গবেষণা প্রতিষ্ঠান।

পদের সংখ্যাঃ ২০ জন (১০ জন পুরুষ এবং ১০ জন মহিলা)

চাকুরীর মেয়াদঃ প্রাথমিকভাবে ২ মাস (সার্ভে কাজ সুপারভিশনের দক্ষতা বিবেচনায় চাকুরীর মেয়াদ বৃদ্ধি করা হতে পারে)

কর্ম এলাকাঃ ফরিদপুর পৌরসভার ১৫ এবং ২১ নং ওয়ার্ড

পদের জন্য প্রয়োজনীয় দায়িত্বঃ

  • শহর এলাকায় বাসায় বা বাড়ি বাড়ি গিয়ে নির্ভুলভাবে তথ্যসংগ্রহের কাজ করতে হবে।
  • প্রকল্প এলাকার লোকজনের সাথে নিয়মিত যোগাযোগ এবং সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে।
  • সার্ভে টিমে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে।
  • বিভিন্ন কমিউনিটি, যেমন-এপার্টমেন্ট বিল্ডিং/বস্তিতে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • প্রয়োজন অনুযায়ী জরিপ উপকরণ বহন করার সময় সিঁড়ি ব্যবহার/হেঁটে যাতায়াত করার মানসিকতা থাকতে হবে এবং শারীরিকভাবে সক্ষম হতে হবে।
  • প্রকল্প এলাকা বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • খানা জরিপ বা গৃহ গণনাসহ গবেষণামূলক তথ্যসংগ্রহ কাজের অভিজ্ঞতা প্রার্থীদের অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে।
  • মোবাইল (স্মার্ট ফোন) বা ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহের অভিজ্ঞতা প্রার্থীদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
  • গাইডলাইন, প্রশ্নপত্রপূরণ এবং নিরাপত্তা সম্পর্কিত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।
  • নির্বাচিত ডাটা কালেক্টরদেরকে গুণগত মান সম্পন্ন সার্ভে কাজের নিশ্চয়তা বিধান করতে হবে।
  • এছাড়াও সুপারভাইজার/লাইন ম্যানেজার কর্তৃক আরোপিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

Application Instructions:

Visit: polliresearch.com

Alternatively, interested and qualified applicants can email their CV along with a recent photograph to info@polliresearch.com.

Please ensure the subject line reads: Applying for the Position of Enumerator

We look forward to receiving your application!

Apply for the Role

Please fill in this field with your full name.
Please fill in this field with your Email Address.
Please fill in this field with your Email Address.
At this moment we have only one position available.
Please make sure the cv contains your image.

How We Help

Our Work

To deliver exceptional service to our clients, we conduct in-depth strategic research, work closely with them to create and implement actionable strategies, and support them in achieving their objectives. Our tailored solutions are designed to meet our clients’ unique needs, helping them maintain a competitive edge in today’s dynamic market environment.